কাইবা ও গোগা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ আটক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২০:০৭ | অনলাইন সংস্করণ

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ শার্শা থানার গোগা ও কায়বা সীমান্তে অভিযান চালিয়ে ৫০৭ বোতল ভারতীয় সিরাপ আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর থেকে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয় এই ভারতীয় নতুন মাদক। তবে স্থানীয়রা বলছে সীমান্ত দিয়ে ক্রমশ মাদক আসা বৃদ্ধি পেয়েছে।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, ১১ নভেম্বর কাইবা বিওপি ও  গোগা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০৭ বোতল ভারতীয় সিরাপ আটক করা হয়েছে। এ সময় কোনো মাদক পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

তিনি আরো জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যে কোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।