চুয়াডাঙ্গায় ভিখারির টাকা ছিনতাই
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২০:১৯ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে ভিখারির কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে প্রতাপ সেন (৩৫) নামে এক যুবককে গণধোলাইয়ের হাত থেকে রক্ষা করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার (১৬ নভেম্বর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতাপ সেন যশোরের চুরামনকাঠি এলাকার মৃত লক্ষণ সেনের ছেলে।
স্থানীয়রা জানান, আলমডাঙ্গার ওই নারী তার অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন স্থানে ঘুরে মানুষের কাছ থেকে সহায়তা নিচ্ছিলেন। একাডেমি মোড়ে পৌঁছানোর পর প্রতাপ হঠাৎ এগিয়ে এসে তার টাকা রাখা ব্যাগটি ছিনিয়ে দৌড়াতে শুরু করলে তিনি চিৎকার করে ওঠেন। তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত প্রতাপকে ধরে ফেলেন এবং পরে বিষয়টি পুলিশকে জানান। সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী নারী জানান, সারাদিন ঘুরে কিছু টাকা জমিয়ে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, হঠাৎ ব্যাগ টান মেরে নেওয়ার চেষ্টা করে। আমি শোর-চিৎকার দিলে লোকজন এসে বাঁচায়।
