কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদকসহ মোটরসাইকেল জব্দ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ২০:৩৬ | অনলাইন সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা সীমান্ত ও সদরের যাত্রাপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে গাঁজা, ভারতীয় মদ সহ ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। এর আগে শুক্রবার রাতে এগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, বিশেষ আভিযানিক একটি দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও ২৩ বোতল মদসহ একটি মোটরসাইকেল আটক করে জব্দ করে।

এ ব্যাপারে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ২২ বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে, যা পরবর্তীতেও অব্যাহত থাকবে।