চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৮:০৬ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. সম্রাট ইসলামকে (১৮) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সম্রাট ইসলাম কক্সবাজার জেলার পেকুয়া থানার মগঘোনা এলাকার মো.মজিবুর রহমানের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সদরঘাট থানার এজাহারভুক্ত প্রধান আসামি বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে অভিযান চালিয়ে মো. সম্রাট ইসলামকে গ্রেপ্তার করা হয়।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
