সিরাজগঞ্জে খালুর ওপর হামলা, ২ ভাই গ্রেপ্তার

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ২০:৫৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় খালু নজরুল ইসলামের ওপর হামলা ও মারপিটের ঘটনায় ২ ভাইকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ ওই ২ ভাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে হাটিকুমরুল নবরত্ন মন্দির পাড়ায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ওই দুই ভাই হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাতি গ্রামের জাকারিয়া (৩০) ও ইমরান (২৫)।

সলঙ্গা থানার ওসি হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার দুপুরে তারা ওই গ্রামে গিয়ে তাদের খালু নজরুল ইসলামের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তাদের খালু গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে আটক করে গণধোলাই দেয়। পুলিশ এ সংবাদে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে হাতুড়ি ও ছোট চাকু উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।