আলমডাঙ্গায় ককটেল, দেশি অস্ত্র ও হরিণের চামড়াসহ আটক ৩

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ২১:৩৭ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ছত্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি ককটেল, তিনটি ফালা, সাতটি দেশীয় অস্ত্র ও একটি হরিণের চামড়াসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৮ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত এ অভিযান চলে।

আটককৃতরা হলেন— আলমডাঙ্গা উপজেলার জামজামি ছত্রপাড়া গ্রামের মৃত বদর উদ্দিন ছেলে এবং বিএনপি নেতা আব্দুল হান্নান (৫৪), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে শামীম হোসেন (৩৪) ও মনিরুল ইসলামের ছেলে লালটু (৩৭)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা টিটি সি ৩৬ আর্মি ব্রিগেডিয়ার অধীনস্থ মেজর রাফিদুল ইসলাম প্রামানিকের নেতৃত্বে একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ এলাকা আলমডাঙ্গা উপজেলার জামজামি ছত্রপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হান্নান, শামীম হোসেন ও লালটুকে আটক করে। তাদের কাছ থেকে ককটেল, ফালা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। 

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদের বিকেলে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।