রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২২
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৯:২৪ | অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২২ জনকে আটক করা হয়েছে।
সোমবার রাতে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
