সিরাজগঞ্জে ২৫ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার ১
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৮:১৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদককারবারি আল-আমিন বাবুকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আল-আমিন বাবু কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর হাড়িয়াকান্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর (বিপিএম বার) দিক নির্দেশনায় বৃহস্পতিবার বিকেলে উল্লেখিত স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকাগামী ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
