গ্রেপ্তার দেখানো হলো আনিস আলমগীরকে, বিকেলে তোলা হবে আদালতে
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫২ | অনলাইন সংস্করণ

রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। অভিযোগটি মামলায় রূপান্তরিত হয়েছে। অভিযোগে নাম আসা অপর দুজন হলেন, মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
এর আগে গতকাল রোববার রাত আনুমানিক ৮টার দিকে ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
