স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৩:১৫ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

ছবি: সংগৃহীত

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মোসাব্বির। ঘটনায় গত বৃহস্পতিবার তেজগাঁও থানায় তার স্ত্রী সুরাইয়া আক্তার অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।