দামুড়হুদায় ইয়াবাসহ আটক ২
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৫:১১ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইমরান শেখ (৩০) ও সবুর শেখ (৩০) কে আটক করেছে পুলিশ।
শনিবার(১০ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ভগিরাতপুর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ইমরান শেখ উপজেলার চারুলিয়া গ্রামের মৃত মোতাহারের ছেলে ও সবুজ শেখ একই গ্রামের মৃত জামাল উদ্দিন-এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহউদ্দিন-এর নির্দেশে একদল পুলিশ উপজেলার ভগিরাতপুর গ্রামের আমিনুল ইসলামের রাইস মিলের নিকট থেকে তাদেরকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তাদেরকে আজ রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
