রাজশাহী সীমান্তে নিষিদ্ধ কীটনাশক জব্দ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৫:৩২ | অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘায় ভারতীয় সীমান্তে নিষিদ্ধ ও ক্ষতিকারক কীটনাশক জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে রাজশাহী জেলার বাঘা উপজেলার গোকুলপুর ৫নং বাঁধ নামক এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি এর অধীনস্থ আলাইপুর বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু চোরাকারবারী রাজশাহী জেলার বাঘা থানার গোকুলপুর ৫নং বাঁধ নামক এলাকায় নদী পথে ভারতীয় মালামাল চোরাচালান করবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে গোকুলপুর ৫নং বাঁধ এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। এক পর্যায়ে একজন চোরাকারবারিকে নৌকা থেকে নেমে একটি কার্টুন মাথায় নিয়ে আসতে দেখা যায়।
এসময় চোরাকারবারি বিজিবির আভিযানিক দলের কাছাকাছি আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে সে কার্টুনটি ফেলে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল ওই কার্টুন তল্লাশী করে ভারতীয় কীটনাশক (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারিকে শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
