সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৮:১৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মানিক মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার গাবরগাড়ি গ্রামের ছহির উদ্দিনের ছেলে।
তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, মানিক মিয়া ২০০৮ সালে বিয়ের তিনদিন পর নববধূ মালিহা খাতুনকে (২০) হত্যা করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৪ সালে বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ রায়ের পর থেকে সে পরিচয় গোপন করে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ একযুগ পর বৃহস্পতিবার রাতে গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
