সিরাজগঞ্জে চুরির ঘটনায় ৩ নারী গ্রেপ্তার
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:১১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা গ্রামে চুরির ঘটনায় বোরকা পরিহিত অবস্থায় তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— একই এলাকার চরাঞ্চলের শিমুল (২৫), প্রিয়া (২২) ও লাকী (২৫)।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের নজরুল ইসলামের বাড়িতে রোববার বিকেলে কেউ ছিলেন না। এ সুযোগে ওই তিন নারী বোরকা পড়ে ওই বাড়িতে প্রবেশ করেন। তারা প্লাস দিয়ে তিনটি ঘরের তালা ভেঙে মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাদেরকে হাতেনাতে আটক করে। ওইদিন রাতে তাদেরকে থানায় সোপর্দ করে স্থানীয়রা। পুলিশ ওই তিন নারীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
