ডেভিলহান্ট ফেজ-২

পটিয়ায় বিশেষ অভিযানে যুবলীগ কর্মী গ্রেপ্তার

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৫:১৯ | অনলাইন সংস্করণ

  পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় ডেভিলহান্ট ফেজ-২ এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের কর্মী নুরুল হুদা হৃদয় (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে পৌর সদরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হৃদয় উপজেলার পূর্ব হাইদগাঁও ৩ নম্বর ওয়ার্ড আবুল মনছুরের পুত্র ও পটিয়া উপজেলা যুবলীগের কর্মী।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে যুবলীগের কর্মী নুরুল হুদাকে পটিয়া থানার বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার নুরুল হুদাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।