সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৬:৫৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের র‌্যাব-১২ সদস্যরা বগুড়ার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলায় সন্দিগ্ধ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার বিকেলে বগুড়া সদর উপজেলার রাজা বাজার এলাকা ও শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন— ঝালকাঠির নলসিটি উপজেলার কুসাংগাল গ্রামের সোহেল সিকদার (৩২), পাবনার সাথিয়া উপজেলার বহলবাড়িয়া গ্রামের রানা শেখ (২৫), লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম নলডুগি গ্রামের রিয়াজ মপু (৩২) ও নোয়াখালীর চাটখিল উপজেলার হরিকৃষ্ণপুর গ্রামের আবু জাফর (৪০)।

র‌্যাব -১২ এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৯ নভেম্বর গভীর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার একটি মার্কেটের হিমু ইলেকট্রিক ওয়ার্কশপে ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে মাহফুজুর আওয়াল মাহাবুব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বগুড়া সদর উপজেলার রাজা বাজার এলাকা ও শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজারে পৃথক অভিযান চালানো হয়। এ অভিযানে সন্ধিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন মামলা রয়েছে।