ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শুল্ক আলোচনার জন্য বিকেলে যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধিদল 

শুল্ক আলোচনার জন্য বিকেলে যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধিদল 

বাংলাদেশ থেকে মার্কিন বাজারে রপ্তানি করা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমানোর লক্ষ্যে তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারের একটি প্রতিনিধিদল।

রোববার (২৭ জুলাই) বিকেলে প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক সংক্রান্ত তৃতীয় দফা বৈঠক আগামী ২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাংলাদেশ,যুক্তরাষ্ট্র,শুল্ক আলোচনা,প্রতিনিধিদল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত