মঙ্গলবার বন্ধ থাকবে সব ব্যাংক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২৩:৩৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (০৫ আগস্ট) দেশের সব তপসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাই প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সরকারি অফিস-আদালতের মতোই দেশের তফসিলি ব্যাংকসমূহও এদিন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা সে অনুযায়ী নির্ধারণ করার অনুরোধ জানানো যাচ্ছে।
আবা/এসআর/২৫
