আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ, ৩ বছরে সর্বনিম্ন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০ | অনলাইন সংস্করণ

তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। চলতি বছরের আগস্ট মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। এর আগের মাস জুলাইয়ে এই হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।

রোববার (৭ সেপ্টেম্বর) দেশে চলমান মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএস জানায়, ২০২২ সালের আগস্টে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। ২০২৩ সালে একই সময়ে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ এবং ২০২৪ সালের আগস্টে এই হার ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।

তবে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্যপণ্যের দামে উল্টো ঊর্ধ্বগতি দেখা গেছে। চলতি আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ, যা গত জুলাই মাসে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। গত বছরের একই সময়ে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ।

অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আগস্টে এই হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯০ শতাংশ, যা গত জুলাই মাসে ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ। আগের বছর আগস্টে এই হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।