সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৩৬ শতাংশ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২২:০৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই পণ্য ও সেবার মূল্য বাড়ায় গত মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে, যা আগের মাস আগস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

এর মানে হলো গত বছর সেপ্টেম্বর মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছরের সেপ্টেম্বরে কিনতে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ৩৬ পয়সা।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

গতবছর সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। আর চলতি বছর অগাস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সে হিসেবে সেপ্টেম্বরে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক কিছুটা খারাপের দিকে গেছে।

বিবিএসের তথ্যমতে, সেপ্টেম্বর মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। সেপ্টেম্বর মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ, আগস্ট মাসে যা ছিল ৮ দশমিক ৯০ শতাংশ। আর গত বছরের সেপ্টেম্বরে খাদ্য খাতে ১০ দশমিক ৪০ ও খাদ্য বহির্ভূত খাতে ৯ দশমিক ৫০ শতাংশ হারে মূল্যস্ফীতি হয়েছিল।