জাল নোট বিষয়ে জনসাধারণকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক 

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২১:৩৫ | অনলাইন সংস্করণ

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশের খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে নিরাপদ লেনদেন এবং সঠিকভাবে ব্যাংক নোট শনাক্তের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এই নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ও দৈনিক পত্রিকায় নোটের বড় পরিমাণে প্রবেশ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে। বাংলাদেশের আইন অনুসারে জাল নোট তৈরি, বহন ও লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ ব্যাংক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার বিস্তার রোধ ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন এবং নিয়মিত কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর আছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জনসাধারণকে নগদ লেনদেনে সতর্ক হওয়ার জন্য নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সূতা, রং পরিবর্তনশীল কালি (প্রযোজ্য ক্ষেত্রে) ও ক্ষুদ্র লেখার মতো চিহ্নগুলি পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করা উচিত এবং সম্ভব হলে নগদ লেনদেনে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া সন্দেহজনক কোনো নোট দেখা বা এ সংক্রান্ত তথ্য জানা গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করতে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিটি ব্যাংক শাখায় আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে পোস্টার বা এক্স-ব্যানার টাঙানো আছে, যা দেখে নোট যাচাই করা যেতে পারে।

বাংলাদেশ ব্যাংক মহলের এই সতর্কবার্তা জনসাধারণকে বিভ্রান্তি থেকে রক্ষা এবং নোট জনিত ঝুঁকি কমানোর লক্ষ্যে জারি করা হয়েছে।