সিলেটে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২১:০৭ | অনলাইন সংস্করণ

অগ্রণী ব্যাংক পিএলসি’র ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও এর অগ্রগতি পর্যালোচনা উপলক্ষে সিলেটে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সিলেটে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।
সম্মেলনে তাৎক্ষণিক খেলাপি ও শ্রেণীকৃত ঋণ থেকে নগদ মাত্র ১ কোটি ২৪ লাখ টাকা আদায় হওয়ায় ব্যবস্থাপনা পরিচালক সার্কেল পর্যায়ের কর্মকর্তাদের ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
পাশাপাশি তিনি এক্সপেক্টেড ক্রেডিট লস (ECL) কমানো, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বৃদ্ধি এবং রেমিট্যান্স আহরণে বিশেষ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রুবানা পারভীন।
সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে সার্কেলাধীন নির্বাহী, অঞ্চল প্রধান, শাখা ব্যবস্থাপক এবং বিভিন্ন শাখার গ্রাহকরা অংশ নেন।
