বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২২:২৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের।
আইএমএফ’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং শুক্রবার (২৪ অক্টোবর) হংকংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, রিজার্ভের সঞ্চয় আইএমএফ-সমর্থিত কর্মসূচির একটি মূল লক্ষ্য। বিশেষ করে এখনো দেশটি পেমেন্ট ভারসাম্যের চাপের মুখোমুখি।
তিনি বলেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাসে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের এই সাফল্যকে আমরা বিশেষভাবে স্বাগত জানাচ্ছি।
তিনি আরও জানান, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে এবং ফলাফল কী হয় তা এখনও দেখার বিষয়। মিশনটি মাঠপর্যায়ে কাজ করবে। তবে, এই পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা- সেটিও আইএমএফ মূল্যায়ন করবে।
আইএমএফের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৩৫ বিলিয়ন ডলার, যা গত বছর ছিল ১৯.৯৩ বিলিয়ন ডলার।
আবা/এসআর/২৫
