ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শুল্কবাধা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে 

শুল্কবাধা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে 

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নতুন করে আরোপিত শুল্কের চাপ থাকা সত্ত্বেও চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ৫ দশমিক ১৪ শতাংশ। এ সময়ে যুক্তরাষ্ট্র থেকেই এসেছে প্রায় ২৫৯ কোটি ডলারের রপ্তানি আয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

গত আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর ২০ শতাংশ বেশি শুল্ক পরিশোধ করতে হচ্ছে বাংলাদেশি রপ্তানিকারকদের। তবে এমন অতিরিক্ত ব্যয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি বাড়ায় উদ্যোক্তারা স্বস্তি পেয়েছেন।

ইপিবির তথ্য বলছে, জুলাই থেকে অক্টোবর সময়ে ইউরোপীয় ইউনিয়নই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। এ বাজারে গেছে ৬২৫ কোটি ৭২ লাখ ডলারের পোশাক, যা মোট রপ্তানির প্রায় ৪৮ শতাংশ। যদিও প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ৪৬ শতাংশ।

যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে ১৫৩ কোটি ৩৯ লাখ ডলার, প্রবৃদ্ধি ২ দশমিক ৭২ শতাংশ। এ ছাড়া কানাডার বাজারে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৮৪ শতাংশ, যেখানে চার মাসে বিক্রি হয়েছে ৪৪ কোটি ২৩ লাখ ডলারের পোশাক।

অন্যদিকে অপ্রচলিত বাজারে রপ্তানি হ্রাস পেয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬৯ শতাংশ কমে ১৫টি দেশে রপ্তানি হয়েছে ২১৬ কোটি ৯৯ লাখ ডলারের তৈরি পোশাক।

পোশাক শিল্পের নেতারা বলছেন, শুল্কযুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্রের বাজারে প্রবৃদ্ধি পাওয়া ইতিবাচক। তবে অপ্রচলিত বাজারে রপ্তানি কমে যাওয়া উদ্বেগের বিষয়, যা কাটিয়ে উঠতে নতুন বাজার অনুসন্ধান ও সুবিধাজনক বাণিজ্য পরিবেশ নিশ্চিত করা জরুরি।

পোশাক রপ্তানি বেড়েছে,শুল্কবাধা সত্ত্বে,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত