খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ধর্মপ্রাণ জনগণের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে খেজুর আমদানিতে আমদানি শুল্ক ৪০ শতাংশ কমিয়েছে সরকার।

বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ হতে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে গত ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপণ জারী করেছে সরকার। এই অব্যাহতি আগামী ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

এছাড়া, বিগত বাজেটে আমদানী পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধণ করে খেজুরসহ সকল ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ হতে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে তা এ বছরেও বহাল আছে।

এনবিআর মনে করে, খেজুর আমদানিতে আমদানি শুল্ক এবং অগ্রিম আয়করে উল্লেখযোগ্য পরিমানে ছাড় দেয়ার কারণে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ এবং বাজারমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।