আরও বাড়লো দেশের রিজার্ভ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২২:০৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৩৭৮৫ দশমিক ০২ মিলিয়ন বা ৩৩ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ৭ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৩৭৮৫ দশমিক ০২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৯১৮৮ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ১ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৩১৮০ দশমিক ৩১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৮৫১৪ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার।

 

আবা/এসআর/২৫