প্রতি ভরি স্বর্ণের দাম আড়াই লাখ ছাড়ালো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ২২:১০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

টানা তৃতীয় দিনের মতো দেশের বাজারে বাড়ানো হলো সোনার দাম। এবার এক লাফে আট হাজার টাকার বেশি বেড়েছে প্রতি ভরিতে। এতে দেশের বাজারে প্রথম বারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম আড়াই লাখ টাকা ছাড়িয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা নির্ধারণ করেছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।
বুধবার (২১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
স্বর্ণের দাম বাড়ার কারণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪১ হাজার ৩৮৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগের দিন (সোমবার) ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
আবা/এসআর/২৫
