প্রক্টরকে লাঞ্ছনার ঘটনায় চবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলীর গায়ে হাত তোলার দায়ে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় ৯ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসাথে ধর্মীয় অবমাননা করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একজনকে ২ বছরের জন্য এবং আরেকজনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপাচার্য কার্যালয়ে উপাচার্য ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, বহিষ্কৃতদের বিরুদ্ধে স্ব স্ব বিভাগে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে স্থাপিত নৌকার প্রতিকৃতি ভাঙাকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে। পরে তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।
আবা/এসআর/২৫
