দাবি আদায়ে অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা
প্রকাশ : ১৪ মে ২০২৫, ২২:৫৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আবাসনসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা উপেক্ষা করে কাকরাইল মসজিদ মোড়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। টিয়ারশেল, লাঠিপেটা ও বৃষ্টিকে উপেক্ষা করে তারা দাবি আদায়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকরা বুধবার (১৪) রাত ৮টার দিকে কাকরাইল মসজিদ মোড় ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়েছেন।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা শিক্ষার্থীদের।
এর আগে বুধবার দুপুরে শিক্ষার্থীদের তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালনকালে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল হামলায় অন্তত ৩৮ জন আহত হয়েছেন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।