সাম্য হত্যার প্রতিবাদে বেরোবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ২০:২১ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন ও মিডিয়া চত্বরে একযোগে অবস্থান নেয় সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা কালো ব্যাজ ধারণ করে কর্মসূচিতে অংশ নেন। এতে প্রায় ২০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল বলেন, “ঢাবির ছাত্রদল নেতা সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেছি এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। যারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি।”
তিনি আরও বলেন, “সাম্য হত্যায় যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল, আছে এবং থাকবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের জায়গা হবে না।”