চুয়েটে কবি কাজী নজরুল ইসলাম হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ২০:২৫ | অনলাইন সংস্করণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কবি কাজী নজরুল ইসলাম হলের উদ্যোগে “নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫” সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাত ৮টায় কবি কাজী নজরুল ইসলাম হলের টিভি রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

এতে বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রিয়াজ আক্তার মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রভোস্ট মো. সামিউন বাসির।

এতে সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২২ ব্যাচের ছাত্র হামিম ইবনে হাসান ও ইইই বিভাগের ২২ ব্যাচের ছাত্র জাবেদুল ইসলাম।

উল্লেখ্য, কবি কাজী নজরুল ইসলাম হলের উদ্যোগে “নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫” অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ থেকে ১৫৪ জন ছাত্রকে বিদায় দেওয়া হয় এবং নতুন ছাত্রদের বরণ করে নেওয়া হয়। হলের দুই প্রাক্তন ছাত্রকে সম্মাননা প্রদান করা হয় যারা চুয়েটে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। এছাড়া আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর বিভিন্ন ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গত এক বছরে ডাইনিং ম্যানেজারদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।