মাইলস্টোনে উৎসুক জনতার ভীড়, প্রবেশে কড়াকড়ি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৪:০৬ | অনলাইন সংস্করণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল গেট এখন তালাবদ্ধ, কিন্তু গেটের বাইরে রয়েছে উৎসুক জনতার ভীড়। শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়ছে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না।

বুধবার (২৩ জুলাই) সকাল থেকে দেখা গেছে এই চিত্র। 

কলেজ প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যাও আগের চেয়ে বাড়ানো হয়েছে।

ভিতরে ঢুকতে না দেওয়ার কারণ জানতে চাইলে নিরাপত্তাকর্মীরা জানান, স্কুল কর্তৃপক্ষ তাদের নিষেধ করেছেন। 

এদিকে, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করার জন্য বুধবার সকালে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।