সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চায় ইবির সকল ছাত্রসংগঠন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৮:৪৫ | অনলাইন সংস্করণ
ইবি প্রতিনিধি

শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠন।
বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ হয়ে তারা এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, অধ্যাপক শেখ এবিএম জাকির হোসেন, অধ্যাপক আ.ন.ম এরশাদ উল্লাহ, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় এস এম সুইট, ছাত্র ইউনিয়নের সভাপতি নূর আলম, ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল রাহাত, জমিয়তে তালাবার সভাপতি এস এম শামীম ও খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সাদেক আহমেদ।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি বলেন, সাজিদের এমন মৃত্যুতে দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি ও হল কর্তৃপক্ষের কমিটি এবং পুলিশ প্রশাসন তদন্তের কাজ অব্যাহত রেখেছে। সাজিদের বাবা আমাদের সবার সাথে বলেছেন, তার সন্তানের স্বাভাবিক মৃত্যু হলে তাদের কোনো কথা নেই, কিন্তু অন্য কোনোভাবে তার মৃত্যু হলে তদন্ত করে জড়িতদের বিচার করতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজ যাতে অব্যাহত থাকে। লাশ নিয়ে যেন কোনো ধরনের অপরাজনীতি না হয়। তাই তার বাবার কথার আলোকেই আমরা কাজ করবো।
তিনি আরো বলেন, সাজিদের মৃত্যু বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে চোখ খুলে দিয়েছে। এই ঘটনার ফয়সালা না হওয়া পর্যন্ত আল কুরআন বিভাগ কাজ করে যাবে। আমরা শিক্ষার্থীদের সকল দাবির সাথে একমত। তবে প্রায়োরিটি বেসিসে কাজ করতে হবে। সব কাজের আগে এ ঘটনার তদন্ত করে বিচার হতে হবে। অন্যান্য দাবি করতে গিয়ে মুখ্য বিষয় যেন হারিয়ে না যায়। তবে এসব নিয়ে যেন কোনো অপপ্রচার না হয় সেদিকে সচেতন হতে হবে। আল কুরআন বিভাগের নেতৃত্বে সকল শিক্ষার্থী আন্দোলনে আসবে।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদ আব্দুল্লাহর মরদেহ ভেসে থাকতে দেখে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ জিয়াউর রহমান হলের ১০৯ নং রুমে থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।
