রাবি ছাত্রদলে পদ বণ্টনে ‘ব্যক্তিগত সম্পর্কের’ গুঞ্জন, ক্ষুব্ধ নেতাকর্মীরা

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২১:১৬ | অনলাইন সংস্করণ

  রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া ঘিরে ক্ষোভে ফুঁসছে সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সাংগঠনিক দক্ষতা নয়, ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে পদ বণ্টনের পরিকল্পনা করছে কেন্দ্রীয় ছাত্রদল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস হলেও রাবি শাখায় দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে একই আহ্বায়ক কমিটি কার্যকর রয়েছে। এরইমধ্যে গত ২৫ জুলাই ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক ফেসবুক গ্রুপে একটি প্রেস বিজ্ঞপ্তি ভাইরাল হয়। এতে রাবি ছাত্রদলের বর্তমান আহ্বায়ক সুলতান আহমেদ রাহীকে আবারও সভাপতি এবং সর্দার জহুরুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে বলে দাবি করা হয়।

তবে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিষয়টি ভুয়া বলে দাবি করেন। তিনি জানান, এখনো রাবি শাখার কোনো কমিটি ঘোষণা করা হয়নি, এবং সত্যিকারের কমিটি ঘোষণার সময় অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে তা জানানো হবে।

এদিকে একাধিক যুগ্ম আহ্বায়ক, সদস্য ও তৃণমূল কর্মীরা অভিযোগ করেন, সংগঠনের কঠিন সময় যারা নিষ্ক্রিয় ছিলেন, আন্দোলনের সময় যাদের ভূমিকা ছিল শূন্যের কোটায়, তারাই এখন মূল নেতৃত্বে আসার চেষ্টা করছেন। তারা বলেন, ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে যদি কমিটি হয়, তবে সংগঠনের প্রতি কর্মীদের আস্থা নষ্ট হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতাকর্মী বলেন, ‘বিগত আন্দোলনে মাঠে ছিলাম আমরা, অথচ পদ পাবে তারা, যারা কেবল পরিচয়ের জোরে কেন্দ্রে ঘোরাফেরা করে।’ কেউ কেউ অভিযোগ করেন, একটি ‘পকেট কমিটি’ দেয়ার চেষ্টায় রয়েছেন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে বর্তমান আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘ফেসবুকে যেটি ছড়িয়েছে, সেটি ভুয়া। কেন্দ্রীয় সংসদ এখনো কোনো কমিটি ঘোষণা করেনি।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা যাচাই-বাছাই করছি। ত্যাগী নেতাকর্মীদেরই মূল্যায়ন করা হবে। কোনো অযোগ্য নেতৃত্বকে জায়গা দেওয়া হবে না।’

রাবি ছাত্রদলের নেতাকর্মীদের প্রত্যাশা, কেন্দ্রীয় সংসদ বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিয়ে সংগঠনকে সুসংগঠিত করবে, এবং ত্যাগী, পরীক্ষিত নেতাদের দিয়েই গঠন করবে নতুন নেতৃত্ব।