সাজিদের রহস্যজনক মৃত্যুর শেষ দেখতে চান ইবি উপাচার্য

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২০:২১ | অনলাইন সংস্করণ

  ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর সুষ্ঠু তদন্ত অবশ্যই হবে। এই ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেওয়া হবে না। এই কমিটি যদি মৃত্যু রহস্য উদঘাটন করতে না পারে প্রয়োজনে পিবিআই, সিআইডি বা অন্য কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে তদন্ত করানোর ব্যবস্থা করা হবে। আমরা এর শেষ দেখতে চাই।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সাজিদের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে শিক্ষার্থীদের করা বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে এসকল কথা বলেন তিনি।

বিক্ষোভে উপস্থিত ছিলেন শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থী। এসময় সাজিদের মৃত্যুর তদন্ত রিপোর্ট দিতে না পারলে প্রশাসনকে গদি ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এছাড়া আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন। তিনি বলেন, আগামী শনিবার বা রবিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবো। আমরা সাজিদের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। প্রতিবেদন প্রস্তুত হলে ভিসির কাছে জমা দেব। পরবর্তীতে যদি অধিকতর তদন্তের প্রয়োজন হয় তাহলে সেটি পুলিশ প্রশাসন দেখবে।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদ আব্দুল্লাহর মরদেহ ভেসে থাকতে দেখেন শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ জিয়াউর রহমান হলের ১০৯ নং রুমে থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।