জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৫:০৫ | অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গ্রন্থাগার ভবনের মোজাইক স্থাপনের কাজে নিয়োজিত ছিলেন। নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে যান আরিফুল। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. নিংতম বলেন, ‘শুক্রবার বেলা ১১টার দিকে কয়েকজন মিলে তাকে মেডিকেলে নিয়ে আসেন। তার মুখে মারাত্মক আঘাত ছিল, দাঁত পড়ে গিয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তৎক্ষণাৎ এনাম মেডিকেলে রেফার করি।’

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অনিক ট্রেডিং কর্পোরেশন’-এর প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, “আমাদের নির্মাণ কাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক সাইটে থাকেন। দুপুরে ফোনে জানতে পারি একজন শ্রমিক পড়ে গেছেন। ধারণা করছি, অসাবধানতাবশত হাঁটাচলার সময় তিনি পড়ে যান।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সকালবেলা এমন একটি দুর্ঘটনা ঘটেছে, অথচ আমাকে কেউ জানায়নি—এটা আরও হতাশাজনক। শুধু ক্ষতিপূরণ নয়, আমি চাই এই ঘটনায় যারা দায়ী তাদের যথাযথ শাস্তি নিশ্চিত হোক।’