শ্বাসরোধে ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২০:২৮ | অনলাইন সংস্করণ

  ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর শ্বাসরোধে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোববার (৩ আগস্ট)  বাংলাদেশ পুলিশ (সিআইডি) মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারের প্রধান নজরুল ইসলাম ও খুলনা বিভাগীয় পরীক্ষক জনি কুমার ঘোষের স্বাক্ষরিত ভিসেরা রিপোর্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

ভিসেরা রিপোর্ট অনুযায়ী, সাজিদের শরীরে কোনো বিষাক্ত পদার্থেও উপস্থিতি পাওয়া যায়নি। রিপোর্টে শ্বাসরোধের (Asphyxia) ফলে সাজিদের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। পোস্টমর্টেমের সময় থেকে আনুমানিক ৩০ ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ভিসেরা রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে এটি হত্যাকাণ্ড।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেল সাড়ে ছয়টায় শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদের মৃতদেহটি উদ্ধার করা হয়। সাজিদ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদিকে সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।