শাহবাগীরা হাসিনার ফ্যাসিবাদের বৈধতা দিয়েছে: সাদিক কায়েম

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ২০:২৬ | অনলাইন সংস্করণ

বিগত সময়ে শাহবাগ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। তিনি বলেন, ‘২০১৩ সালেই স্বৈরাচারী হাসিনার পতন ঘটতো, কিন্তু শাহবাগীরা নানা বয়ান তৈরি করে তাকে টিকিয়ে রেখেছিল। এর ফলেই ২০২৪ সালে দুই হাজার শহীদের রক্ত ঝরেছে। এই শহীদদের মৃত্যুর দায় শুধু শেখ হাসিনার নয়, শাহবাগীদেরও নিতে হবে।’

বুধবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আয়োজিত শিবিরের তিনদিনব্যাপী প্রদর্শনীর দ্বিতীয় দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যারা আমাদের শত্রু মনে করে, তারা আগের মতো ছাত্ররাজনীতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এতে পুরো ছাত্রসমাজ হতাশ হচ্ছে। ২০১৩ সালের শাহবাগ ছিল মব কালচারের সূচনা। সেখান থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর ও শাপলা গণহত্যার বৈধতা তৈরি হয়েছিল।’

সাদিক কায়েম অভিযোগ করেন, ‘এই গোষ্ঠী ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে দিতে চায়। তারা দেশের মাটি ও মানুষের সংস্কৃতি ধ্বংস করে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমাদের শহীদরা এই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন, দাঁড়িয়ে আছেন।’

উল্লেখ্য, অনুষ্ঠানে আগের দিন প্রদর্শনীতে জামায়াত নেতাদের ছবি ঘিরে উত্তেজনা সৃষ্টি হলেও আজ সেই স্থানগুলোতে যুদ্ধাপরাধ ইস্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য ও স্কাইপ কেলেঙ্কারির ছবি স্থাপন করে শিবির।