এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১০ আগস্ট

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৮:২৩ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী ১০ আগস্ট সকাল ১০টায় প্রকাশিত হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে , এসএসসি পরীক্ষা ২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী ১০ আগস্ট রোববার সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। ফলাফল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd)  এ পাওয়া যাবে। 

শিক্ষার্থী ও অভিভাবকদের উক্ত ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।