বেরোবিতে বেগম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়ার আয়োজন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২১:১২ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাখা ছাত্রদলের উপস্থিতিতে এ দোয়ার আয়োজন করা হয়। এসময় ছাত্র নেতা জহির হোসেন বলেন, বিগত বছরগুলোতে শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়া অটল মনোবলে লড়াই করে যাচ্ছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারীদের জন্য এক অনুপ্রেরণার নাম। উনার রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল সাহস, আত্মত্যাগ ও দেশের প্রতি ভালোবাসা।
আমরা আশা করি তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে জনগণের পাশে দাঁড়াতে পারবেন। জন্মদিনে আমরা উনার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। ছাত্র নেতা মো. ইয়ামিন বলেন, ম্যাডাম বেগম খালেদা জিয়া সারাটি জীবন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করে গেছেন। ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আজকে দোয়ার আয়োজন করি। এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল বলেন, গৃহকোণ থেকে রাজপথে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপসহীন নেত্রী বেগম জিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। প্রাথমিক শিক্ষায় উনার অবদান অনন্য। শিক্ষাক্ষেত্রে নকল মুক্ত করতে, শিক্ষাকে জনগণের দোরগোড়ায় পৌঁছায় দিয়েছিলেন। ১৫ বছর ৬ মাস স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই কথা উনি ১৫ বছর আগে বলেছিলেন।
আমরা দেখেছি বিগত সরকারের দেশ বিক্রির অ্যাজেন্ডা। ১৫ বছরের দুঃশাসনের জাঁতাকলে পিষ্ট জনগণ ছাত্র জনতার অভ্যুত্থানে মুক্তি পায়। আজকে বেগম জিয়ার জন্মদিনে একটিই সকলের কাছে চাওয়া আমরা যেন মুক্ত উদার গণতান্ত্রিক পথে আগামী দিনে চলতে পারি। ভালো কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাই। ভুল কাজ হইলে সমালোচকদের সমালোচনার পথ উন্মুক্ত রাখি। এটাই ৮১ তম জন্মদিনে চাওয়া বেরোবিতে যারা জাতীয়তাবাদ আদর্শ চর্চা করেন তাদের প্রতি।
