রাবিতে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষকের বহিষ্কারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৮:১৭ | অনলাইন সংস্করণ
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নে অভিযুক্ত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের সর্বোচ্চ শাস্তি, বহিষ্কার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগী শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা, শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করা, নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি প্রদান, বিভাগ থেকে স্থায়ী বহিষ্কার এবং দেশের প্রচলিত আইনের আওতায় বিচারসহ ১১ দফা দাবি জানান আন্দোলনকারীরা।
মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাফিসা নাওয়াল নেহা বলেন, ‘এক নারী শিক্ষার্থী যদি বিভাগের শিক্ষকের কাছে নিরাপদ না থাকে তাহলে কোথায় থাকবে? আমরা যৌন নিপীড়নকারী শিক্ষকের বহিষ্কার চাই যাতে ভবিষ্যতে এমন ঘটনা কেউ ঘটাতে না পারে।’
মানববন্ধনে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির আমিন বলেন, ‘আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় চেয়েছিলাম যেখানে শিক্ষার্থীরা পরিবারের মতো নিরাপদে থাকতে পারবে। যৌন নিপীড়নকারী শিক্ষকের সর্বোচ্চ শাস্তির জন্য আজকে এখানে এসেছি। আমরা যখন রাজপথে দাঁড়িয়েছি তখন দাবি আদায় না করে রাজপথ ছেড়ে দেব না।’
শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক পাপিয়া সুলতানা বলেন, ‘আজকে আমি শিক্ষক হিসেবে লজ্জিত। এ ঘটনা আমাদের শিক্ষক সমাজের জন্য কাম্য নয়। অভিযোগ পাওয়ার পরপরই আমরা একটি কমিটি গঠন করি। সেই কমিটি তদন্ত করে প্রমাণ পেয়েছে এই শিক্ষক যৌন হয়রানি ও একাডেমিক অপরাধের সাথে জড়িত। অনতিবিলম্বে আমরা তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি।’
শিক্ষার্থীরা আরও দাবি করেন, অভিযুক্ত যেন কোনোভাবেই প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে বা শাস্তি এড়িয়ে যেতে না পারে, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
