অনশন প্রত্যাহার করা শিক্ষার্থীদের সাবেক সমন্বয়কের হুমকি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৫:২০ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান ছাত্র সংসদের দাবি নিয়ে আমরণ অনশন থেকে দুই শিক্ষার্থী অনশন স্থগিত করলে তাদের ওপর চড়াও হতে দেখা যায় কয়েকজন সমন্বয়ককে।
সূত্র জানায়, উপাচার্যের আশ্বাসের পর ছাত্র সংসদের দাবি নিয়ে আন্দোলনের মূল আহ্বায়ক শিবলি সাদিক অনশন প্রত্যাহারের ঘোষণা দিলে তার ওপর তেড়ে আসেন সমন্বয়ক সুমন ও হাবিব। এসময় আরেকজন শিক্ষার্থীও অনশন প্রত্যাহারের ঘোষণা দিলে সমন্বয়করা তাকে শিবির ট্যাগ দেন।
শিবলি সাদিক বলেন, ‘ছাত্র সংসদ আমাদের প্রাণের দাবি। এই দাবির জন্য আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়ে আসছি। সর্বশেষ আমরা অনশন কর্মসূচি পালন করছিলাম। পরে উপাচার্য আমাদের কাছে দশ দিন সময় প্রার্থনা করেন। আমরা তার প্রেক্ষিতে সাময়িক সময়ের জন্য অনশন স্থগিত করে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। তবে আমরা জানতে পেরেছি, আন্দোলনে নানা পক্ষ জড়িয়ে গেছে এবং ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা চলছে। তাই আমরা সকল শিক্ষার্থীকে আমাদের সাথে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাই।’
আন্দোলনকারীদের ওপর তেড়ে আসার বিষয়ে জানতে চাইলে শামসুর রহমান সুমন বলেন, ‘কোনো রাগারাগি করিনি। আমরা শুধু ওই দুজন শিক্ষার্থীকে অনুরোধ করেছি তারা যেন একত্রে অনশনে বসা সকলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়।’
