ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অনিবার্য কারণে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ 

অনিবার্য কারণে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ 

অনিবার্য কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ রেখেছে রাকসু নির্বাচন কমিশন। ২০ আগস্ট (মঙ্গলবার) মধ্যরাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেনের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৮ জুলাই রাকসু নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২০ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

এদিকে কোনো কারণ ছাড়াই নির্ধারিত সময়ে মনোনয়নপত্র বিতরণ বন্ধ করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। ২০ আগস্ট রাত ২টায় শাখা ছাত্রশিবির প্রচার সম্পাদক মো. শামীম পাটোয়ারীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়।

হঠাৎ কেন মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হলো—এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন বলেন, ‘আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন ছিল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু গতকাল সকাল থেকে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ধর্মঘটে ছিলেন। হল পর্যায়ে কার্যক্রম বন্ধ থাকায় মনোনয়নপত্র পৌঁছানো সম্ভব হয়নি। তবে আমরা ভেতরে ভেতরে কাজ করেছি। আজকে নির্বাচন কমিশনের সবাই বসে মনোনয়নপত্র বিতরণের নতুন তারিখ নির্ধারণ করব।’

কার্যক্রম বন্ধ,মনোনয়নপত্র বিতরণ,রাকসু নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত