রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের তারিখ পেছালো

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২০:২১ | অনলাইন সংস্করণ

  রাবি প্রতিনিধি

অনিবার্য কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম পিছিয়ে আগামী ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট করেছে রাকসু নির্বাচন কমিশনার।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টায় রাকসু'র প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হঠাৎ কেন মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম পিছনে বিষয়ে রাকসু'র প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন বলেন, "আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন ছিল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল সকাল থেকে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। আমাদের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ধর্মঘটে ছিল। হল পর্যায়ে কার্যক্রম বন্ধ ছিল। আমাদের অফিস কিছু সময়ের জন্য বন্ধ ছিল। আমরা ভেতরে ভেতরে কাজ করেছি। এজন্য হল পর্যায়ে মনোনয়নপত্র পৌঁছানো সম্ভব হয়নি। আজকে আমরা নির্বাচন কমিশনের সবাই বসে মনোনয়নপত্র বিতরণের তারিখ আগামী ২৪ আগস্ট থেকে ২৮ আগস্টে ঠিক করি।

তারিখ পেছানোর প্রভাব রাকসু নির্বাচনের উপর প্রভাব ফেলবে নাকি না প্রশ্নে তিনি জানান, "মনোনয়ণের তারিখ পিছানো প্রভাব রাকসু নির্বাচনে পারবেনা বলে আমরা মনে করি। নির্বাচন সঠিক সময়ে ১৫ই সেপ্টেম্বরে করতে আমরা বদ্ধপরিকর।"

উল্লেখ্য, গত ২৮ জুলাই রাকসু'র নির্বাচন কমিশনারের তফসীল ঘোষণা অনুযায়ী ২০ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হওয়ার কথা থাকলে হঠাৎ গতকাল মধ্য রাতে অনিবার্য কারণ দেখিয়ে রাকসু'র মনোনয়ন ফরম বিতরণ বন্ধ রাখে নির্বাচন কমিশনার।