ফেনী ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৫:৫৬ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এম. জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে শিক্ষার্থীদের আন্দোলন বা কোনো চাপ নেই।
জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, উপাচার্যের পদত্যাগ, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের পরিবর্তন, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, মুট কোর্ট রুম স্থাপন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জরিমানা বন্ধ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। গত সোমবার (১৮ আগস্ট) থেকে বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তারা।
