চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৫:১৮ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রাম প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে বহিষ্কার করা হয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত আলীকে। নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক মেসেজিংয়ের অভিযোগে জার্মান ভিত্তিক সংস্থাটি তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
তিনি বলেন, “নারী শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে সংস্থাটি তাকে বহিষ্কার করেছে। যেহেতু তার নিয়োগ ও বেতন সব সংস্থার অধীনে, তারা নতুন ইন্সট্রাক্টর নিয়োগ করবে।”
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে রহমত আলীর একাধিক অনৈতিক মেসেজের স্ক্রিনশট ফাঁস হয়। সেখানে তাকে নারী শিক্ষার্থীর প্রতি অনৈতিক আকর্ষণের কথা প্রকাশ করতে দেখা যায়। এসব বার্তায় তিনি প্রেম-সম্পর্কিত প্রস্তাব ও শারীরিক আকাঙ্ক্ষার ইঙ্গিত দেন।
এছাড়াও নিয়মিত ক্লাস না নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষার্থীরা জানান, তিনি ক্লাসের চেয়ে রাজনীতিতে বেশি সক্রিয় ছিলেন এবং কোর্সের সময়সূচি প্রায়ই উপেক্ষা করতেন।
কোর্সের শিক্ষার্থী মো. রাসেল বলেন, “তিনি নিয়মিত ক্লাসে আসতেন না, যখন মন চাইত তখনই আসতেন।”
এ বিষয়ে জানতে রহমত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
