রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু, চলবে ২৬ আগস্ট পর্যন্ত

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৪:১৪ | অনলাইন সংস্করণ

  রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। 

রোববার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে কোষাধ্যক্ষ কার্যালয়ে রাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। চলবে ২৬ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ আগস্ট বিকাল ৫টা। 

এছাড়া ১৭টি আবাসিক হলে সংশ্লিষ্ট হল সংসদের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এবার ফরমের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদে ২০০ টাকা।

রাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা অনুযায়ী—মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, "রাকসু নির্বাচনের মূল স্টেকহোল্ডার আমাদের শিক্ষার্থীরা। বিভিন্ন সংগঠনের কিছু দাবি আছে। আজ বিকাল ৩টায় তাদের সাথে আমরা বসবো। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নিবো। আমরা আশাবাদী প্রাতিষ্ঠানিক সুবিধার আন্দোলনের কারণে রাকসুর সিডিউলের পরিবর্তন হবে না। নির্বাচনী আগামী ১৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে।"