‘দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম’
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২০:৪৩ | অনলাইন সংস্করণ
বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের সাফল্যের জন্য শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জন যথেষ্ট নয়। পাঠ্যক্রমের বাইরে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে যোগাযোগ দক্ষতা ও সৃজনশীলতা বিকাশ করতে হবে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বর্তমান প্রশাসন ইতোমধ্যেই ল্যাংগুয়েজ কোর্স, বেসিক কম্পিউটার কোর্সসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক নিয়ম-রীতি ও র্যাগিং প্রতিরোধ’ বিষয়ক দুই দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা ভালো থাকলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশও ভালো থাকবে। তাদের সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের সেমিনার কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থীরা যদি কোনো ধরনের বৈষম্য কিংবা র্যাগিংয়ের শিকার হন তবে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর আহ্বান জানান।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ ও ড. মো. আব্দুর রকিব।
কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
