রাকসু নির্বাচন: প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকাভুক্তির দাবি ছাত্রদলের
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৪ | অনলাইন সংস্করণ
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় তারা প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এই বিক্ষোভ করেন।
এ সময় তারা নানা স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘চাঁদাবাজ আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘ছাত্রদলের অঙ্গিকার, প্রথম বর্ষের ভোটাধিকার’, ‘ছাত্রদলের অঙ্গিকার, নিরাপদ ক্যাম্পাস’, ‘ভোট আমার অধিকার, তুমি কে বাদ দেওয়ার’, ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’, ‘ক্যাম্পাসে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘প্রথম বর্ষের ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’, ‘নকিব-ফকির কমিশন, মানিনা মানবো না’।
শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আর-রাফি খান বলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ়ভাবে জানাতে চাই—২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। একইসাথে নারী শিক্ষার্থীদের হেনস্তা ও শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো।
ছাত্রদলের সহ-সভাপতি জান্নাতুন নাঈম তুহিনা বলেন, আমরা বারবার সাইবার আক্রমণের শিকার হচ্ছি। গতকাল যৌক্তিক আন্দোলনে হামলা চালানো হয়েছে। পরবর্তীতে সারারাত আমাদের সাইবার বুলিং করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণে বোঝা যায়—তারা নারী নেতৃত্বকে সামনে আসতে দিতে চায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দৃঢ় অবস্থান ঘোষণা করছি।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, গতকাল রাকসু কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে যে ঘটনা ঘটেছে, তা ছিল পরিকল্পিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নাশকতা ও ছাত্রদলের ওপর হামলার উদ্দেশ্যে কিছু সংগঠনকে মোটা অর্থ প্রদান করেছে। এ ঘটনায় আমাদের দশজন নেতা-কর্মী হাসপাতালে ভর্তি আছেন এবং নারী শিক্ষার্থীদের নানা ধরনের হেনস্তার শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এটি তাদের গণতান্ত্রিক অধিকার, যা থেকে কাউকে বঞ্চিত করার ক্ষমতা কারও নেই। ছাত্রদল প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সহজ দাবি আদায়ের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করবেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
