রাকসু নির্বাচন
ফরম বিতরণের সময় বৃদ্ধি, ভোটার হলেন নবীন শিক্ষার্থীরা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭ | অনলাইন সংস্করণ
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন বিতরণের আরো একদিন বাড়িয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাকসু'র প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, নবীন শিক্ষার্থীদের রাকসু ভোটার তালিকায় ইনক্লুড (অন্তর্ভুক্ত) করা হয়েছে। সেজন্য সময় একদিন বৃদ্ধি করা হয়েছে, যেন তারাও প্রার্থীতার মনোনয়ন নিতে পারে।
নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর হবে বলেও জানান তিনি।
